নাগরিকদের আইনি সহায়তা দিতে জাতীয় হেল্পলাইন চালু করেছে সরকার। এখন থেকে ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারবেন দরিদ্র ও দুঃস্থরা।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার পাওয়ার অধিকার সবার আছে। সরকার সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। দুস্থদের বিচারে সহায়তা দিতে এ সেবা চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা মানুষদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে। এমন বহু মানুষ আছেন, যারা বিচার পান না। অনেকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছেন। তারা বা তাদের পরিবারের সদস্যরা জানেন না যে, কীভাবে এ দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কীভাবে আইনগত সহায়তা পাওয়া যায়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের কল্যাণেই জাতীয় আইনগত সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। বিনা বিচারে এভাবে যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন, তাদের তালিকা করে আইনি সহায়তা দিতে হবে। তারা যেন বিচার পান।’
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৬/মাহবুব