আর মাত্র একদিন বাকি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন সময়সীমা শেষ হতে। আর এই মুহূর্তে এসে অতিরিক্ত গ্রাহক চাপে অচল হয়েছে পড়েছে এনআইডি সার্ভার। এতে সিম নিবন্ধন বাধাগ্রস্ত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক করতে এসে ভোগান্তিতে পড়ছেন মোবাইল ফোন গ্রাহকরা।
একটি বেসরকারি মোবাইল ফোন কর্মকর্তা শুক্রবার (২৯ এপ্রিল) জানান, একসঙ্গে অনেক বেশি মানুষ এই নিবন্ধন করায় সমস্যাটি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সার্ভারে সমস্যা দেখা দেয়। ছুটির দিন থাকায় শুক্রবার সকালেও কিছু সময় নিবন্ধন বন্ধ রাখতে হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ