তীব্র তাপদাহের সময় পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মর্নিং শিফট চালু করা যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির এক নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে তাপদাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাসের ব্যবস্থা করতে পারেন।
প্রাত্যহিক সমাবেশ স্থগিত করে ডাবল শিফট বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই শ্রেণি কার্যক্রম শুরু করা যেতে পারে বলেও নির্দেশনা দিয়েছে মাউশি।
এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত মাউশির ওই নির্দেশনায় বলা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে দেশের কয়েকটি স্থানে বৃষ্টিপাত হলেও গত তিন সপ্তাহের অধিক সময় ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা নেই। এতে প্রচণ্ড তাপদাহে দুপুরে ক্লাস করতে শিক্ষার্থী যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৬/মাহবুব