দেশে গড়ে প্রতিদিন ১৪ জন খুন হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর এ ঘটনাকে সরকারের লোকজন বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে যাচ্ছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাগপার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, বিচার বহির্ভূত ভাবে যাকে-তাকে খুন ও ঘুম করা হচ্ছে। যেখানে সেখানে মানুষের মরদেহ পাওয়া যাচ্ছে, এর মধ্যে অনেকের ঘুমের পর মরদেহও পাওয়া যাচ্ছে না। কেন দেশে এভাবে মানুষ খুন, ঘুম হচ্ছেন।
তিনি বলেন, মিথ্যা মামলা মিয়ে রিমান্ডে নিয়ে দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করা হচ্ছে।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে কনভেনশনে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন