মে দিবসের শিক্ষা নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, “মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।” খবর বিডিনিউজের।
খালেদা জিয়া দাবি করেন, তার সরকারই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ তাদের অধিকার রক্ষায় কাজ করেছে; বর্তমান সরকার কিছুই করেনি।
বর্তমান সরকার ‘জোর করে’ ক্ষমতায় বসে আছে মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশকে তারা মনে করে তাদের পৈত্রিক সম্পত্তি।”
খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার সরকার সকল দল ‘বন্ধ করে’ দিয়ে ‘একদলীয় শাসন’ প্রতিষ্ঠা করতে চাইছে।