অবশেষে সরকারি-বেসরকারি উদ্যোগে নাইজেরিয়ার জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন বাংলাদেশি চার নাবিক ও প্রকৌশলী। তাদের অপেক্ষায় প্রহর গুণছেন স্বজনরা। প্রায় আড়াই লাখ মার্কিন ডলার আর্থিক দণ্ড দিয়ে ১৫ মাস ধরে দেশটির জেলে আটকে থাকা এই চার বাংলাদেশি তরুণকে মুক্ত করে আনা হচ্ছে। খবর বাংলা নিউজের
আজ সোমবার বিকেলে এদের মধ্যে তিনজন দেশে পৌঁছাবেন। আটক অন্যজনও আগামী সপ্তাহের মধ্যেই দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য তৃতীয় প্রকৌশলী মুজাহিদুল আজিম এ তথ্য জানিয়েছেন।
ওই চার বাংলাদেশি হলেন সাতক্ষীরার জি এম শাহীনুল ইসলাম, কুষ্টিয়ার শিবলী নোমান, ময়মন সিংহের জহিরুল ইসলাম ও জামালপুরের রফিকুল ইসলাম। শিবলী নাবিক, জহিরুল প্রধান কর্মকর্তা এবং রফিকুল ও শাহীনুল জাহাজের তৃতীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ