ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ইন্তোকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রসঙ্গত, মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব/ আফরোজ