জাতীয় বাজেট সামনে রেখে সহজ শর্তে শিক্ষা ঋণসহ সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ। তাদের ৩ দফা দাবির বাকি দুটি হচ্ছে মেধা লালন ভর্তুকি এবং গবেষণার জন্য উল্লেখযোগ্য বাজেট। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় যতো সংখ্যক সর্বোচ্চ সাফল্যের ফলাফলধারী শিক্ষার্থী বের হচ্ছে, তার চেয়ে অনেক কম শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। বাধ্য হয়ে আসন সংকটে পড়ে প্রচুর শিক্ষার্থীকে নিজস্ব অর্থায়নে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। যাদের বিশাল অংশই সে অর্থ সংগ্রহ করে থাকে পরিবারের সর্বস্ব বাজি ধরেই!
এতে আরো বলা হয়, 'কিন্তু পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্বের অধিকারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করবার দায়িত্ব রাষ্ট্রের। তাই বেসরকারি শিক্ষা খাতকে গতিশীল করতে ৩ দফা দাবি মানতে হবে। এতে সত্যিকারের মেধাবী শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ভালো ফলাফলের ভিত্তিতে সরকারি অর্থায়নে বিনামূল্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।'
বিডি-প্রতিদিন/২ মে ২০১৬/শরীফ