জ্বালানী তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে কিলোমিটার প্রতি পাবলিক বাসের ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সোমবার দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বিআরটিএ ভবনে ভাড়া বিশ্লেষণ কমিটির বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এ কথা জানান।
তিনি আরও বলেন, তাদের এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই নতুন বাস ভাড়া কার্যকর করা হবে।
এদিকে, বিআরটিএ কিলোমিটার প্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করলেও বাস মালিকরা কিলোমিটার প্রতি দুই পয়সা কমানোর প্রস্তাব দিয়েছেন।
সভায় বাস মালিকরা দাবি করেন, শুধু জ্বালানি তেলের দাম কমার কারণে বাস ভাড়া কমালে তারা লোকসানের মুখে পড়বেন। কারণ ভাড়া কমানোর সঙ্গে যন্ত্রাংশের দাম, ভ্যাটসহ আরও ২১ বিষয় জড়িত, যেগুলোর দাম কমেনি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৬/মাহবুব