জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের সেপ্টেম্বর শুরু হবে ৭১তম সাধারণ অধিবেশন। বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আরও ১৫টি দেশ ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে।
এদিন, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশের নাম প্রস্তাবের পরই তা সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে। এ সময় একই অধিবেশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার থমাস। তিনি বর্তমান প্রেসিডেন্ট মগেন্স লিকটফের স্থলাভিষিক্ত হবেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এ নির্বাচনে পিটার থমাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের স্থায়ী প্রতিনিধি আন্দ্রিয়াস ডি ম্যাভরোআন্নিস।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব