সচিব পদে পদোন্নতি পেলেন জনপ্রশাসনের ছয় কর্মকর্তা। এরা হলেন: কাজী আখতার উদ্দিন আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, অশোক মাধব রায় নৌ মন্ত্রণালয়ে, নাজিমউদ্দিন চৌধুরী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, এন এম জিয়াউল আলম মন্ত্রিপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) ও মো. নূরন্নবী তালুকদার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত রেক্টরের দায়িত্বে মুহাম্মদ আবদুল্লাহ। খবর বিডি নিউজের।
এই ছয় অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়।
উল্লেখ্য, জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তা আছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৬/ আফরোজ