দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে ৩ হাজার ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন জঙ্গি বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ হাজার ৩৬৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বাকি ৩৮ জন অস্ত্র, ২৯৫ জন মাদক ও ৩৮৮ জন বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
প্রসঙ্গত, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। দ্বিতীয় দিনের ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে এবং তৃতীয় দিনে ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব