আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন টাকার নোট। ঈদুল ফিতর উপলক্ষে এবার প্রায় ৩৫ হাজার কোটি টাকার নতুন নোট মজুদ রেখেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, বৃহস্পতিবার থেকে ৪ জুলাই সোমবার পর্যন্ত নতুন নোট সরবরাহ করা হবে। এবার বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে নোট সরবরাহ করা হবে। নতুন টাকা সংগ্রহে প্রত্যেকে মাত্র একবারই সুযোগ পাবেন। এছাড়া কেউ আট হাজার ৭০০ টাকার বেশি নতুন নোট সংগ্রহ করতে পারবেন না বলেও জানান তিনি।
দেশজুড়ে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে এ টাকা সংগ্রহ করা যাবে জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেককে ৫০ টাকা, ২০ টাকা, পাঁচ টাকা এবং দুই টাকা নোটের একটি করে বান্ডেল দেওয়া হবে।
তিনি আরও জানান, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের তিনটি কাউন্টার ও সদরঘাট অফিস এবং বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।
এছাড়া ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেসব এলাকায় বাণিজ্যিক ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-০৯