গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, নিয়ম বহির্ভূতভাবে জামায়াতের নেতা ও যুদ্ধাপরাধীদের প্লট বরাদ্দ হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংসদের বাজেট অধিবেশেনের বুধবারের বৈঠকে টিবিলে উত্থাপিত হাবিবুর রহমান মোল্লার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়া সরকারের সময় যুদ্ধাপরাধীদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে জামায়াতের সাজাপ্রাপ্ত বা চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক কর্তৃক পট বরাদ্দ দেওয়া হলে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিরাজগঞ্জে গরীবের ৫ হাজার ফ্ল্যাট
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের মানুষের জন্য গৃহায়নও গণপূর্ত মন্ত্রণালয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট নিমার্ণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিরাজগঞ্জে ৫ হাজার ৭শ' ফ্ল্যাট নিমার্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া খুলনায় বাস্তুহারাদের জন্য ১ হাজার ৫৩৬টি ফ্ল্যাট নিমার্ণ প্রকল্প, ঢাকার মিরপুরে ২টি প্রকল্পে ৬৪৮ ও ৩৮৪টি ফ্ল্যাট নিমার্ণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন, ২০১৬/ আফরোজ