আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকেট পাওয়া যাবে ৪ জুলাই থেকে।
বুধবার দুপুরে রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এসব কথা জানান।
ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে ঈদের এ অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।
মন্ত্রী বলেন, ১ জুলাইয়ের অগ্রিম টিকিট বিক্রি হবে ২২ জুন, ২ জুলাইয়ের ২৩ জুন এবং ৩ জুলাইয়ের আগ্রিম টিকিট বিক্রি হবে ২৪ জুন। এছাড়া ২৫ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ৪ জুলাই এবং ২৬ জুনের বিক্রিত টিকিটের যাত্রীরা ৫ জুলাই ভ্রমণ করবেন।
এ বছর ৬৯২টি নিয়মিত কোচের সঙ্গে ঈদ উপলক্ষে আরো ১৭০টি কোচ যাত্রী সেবা দিয়ে যাবে বলেও মন্ত্রী জানান।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব