পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার দাবি জানানো হয়েছে সংসদে। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আজ সংসদে এ দাবি জানান।
তিনি বলেন, 'এ দাবি আমার একার না, আমাদের সবার একই দাবি। আশা করি জাতি এ দাবি মেনে নেবে। কারণ পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, প্রধানমন্ত্রী তা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনার নাম দেশের মানুষ হাজার বছর মনে রাখে সেজন্য সেতুটির নামকরণ তাঁর নামেই করা হোক।'
সংখ্যালঘু গুপ্তহত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, 'প্রত্যেক সংসদ সদস্যরা যদি নিজ নিজ এলাকায় যোগাযোগ বৃদ্ধি করে জনগণকে ঐক্যবদ্ধ করেন, তাহলে এসব গুপ্তহত্যা বন্ধ হবেই হবে।' শেখ হাসিনাকে যাতে দেশের মানুষ হাজার বছর মনে রাখে সেজন্য তাঁর নামে এ সেতু করার দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ