দেশব্যাপী সাঁড়াশি অভিযানের ষষ্ঠ দিনে আরও ১০ জন ‘জঙ্গি’কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এদের মধ্যে একজন হিজবুত তাহরির, বাকিরা জেএমবির সদস্য।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সদর দফতারের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানিয়েছেন।
আগের দিনের মতো বৃহস্পতিবারও ‘১০ জঙ্গি’ ছাড়া আর কাউকে আটক বা গ্রেফতার করার কোনো তথ্য দেননি পুলিশের এ কর্মকর্তা। এর আগে, বুধবার অভিযানের পঞ্চম দিনে শুধু ২১ জঙ্গিকে গ্রেফতারের করার কথা জানানো হয়। ।
প্রসঙ্গত, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের পর দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ। দ্বিতীয় দিনের ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে, তৃতীয় দিনে ৩৪ জঙ্গিসহ ৩ হাজার ২৪৫ জনকে এবং চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ ৩ হাজার ১১৫ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব