অতি অল্প সময়ের মধ্যেই নকলনবিশদের চাকরি স্থায়ীকরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধার প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।
আইনমন্ত্রী জানান, মাহে রমজান ও ঈদুল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ২০১৬ সালের জুন মাসের বকেয়া বিল পরিশোধ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ীকরণসহ স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্তকরণের জন্য অতি অল্প সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৬/ আফরোজ