এখন থেকে সার্টিফিকেট ছাড়াই ইউরোপে যাবে বাংলাদেশের মাছ। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ) বাংলাদেশে মৎস্যের গুণগতমান নিশ্চিতকরণের বিষয়ে গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে এবং কোন সার্টিফিকেট ছাড়াই মাছ রফতানিতে তাদের সম্মতি জানিয়েছে।
সংসদের বাজেট অধিবেশনে বৃহস্পতিবার টেবিলে উত্থাপিত বেগম মাহজাবীন খালেদের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান । তিনি বলেন, বাংলাদেশ হতে পৃথিবীর বিভিন্ন দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির ক্ষেত্রে সংশ্লিষ্ট আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী মাছের গুণগত মান নিশ্চিতকরণের পর তা রপ্তানি করা হয়ে থাকে। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের আওতায় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতরসমূহ রপ্তানি মৎস্য ও মৎস্য পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের কাজে নিয়োজিত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন, ২০১৬/ আফরোজ