চলতি বছর পাঁচ দফা বৃদ্ধির পর গত মাসের শেষে স্বর্ণের দাম কমেছিল। ১৬ দিনের মধ্যে আবারও দাম বৃদ্ধির ঘোষণা এল। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে সবেচেয়ে ভাল মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে।
নতুন মূল্য শনিবার (১৮ জুন) থেকে কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৩১ মে ভরিতে স্বর্ণের দাম দেড় হাজার টাকা টাকা কমানো হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৪৭ হাজার ১২৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৩৮ হাজার ৬০৮ টাকা।
বর্তমানে ভরিপ্রতি স্বর্ণের দাম ২২ ক্যারেট ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৬১৬ টাকা।
ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯২ টাকা বেড়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ