রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধ মন্দির সংলগ্ন একটি খাল থেকে ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগজিন এবং ১ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ওই খাল থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ১০৮টি রাইফেল, একহাজার রাউন্ড বুলেট, ২৫০টি ম্যাগজিন ও ১১টি বেয়োনেট উদ্ধার করেছে।
রাত সাড়ে ৮টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। পুরো এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৬/হিমেল-১২