মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করছেন। ৬৮ পৃষ্ঠার আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আবেদনটি দাখিল করা হয়েছে।
রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন তার আইনজীবীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুপুর ২টার দিকে তার আইনজীবী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
মীর কাসেমের আইনজীবী মীর আহমেদ বিন কাসেম জানান, ৬৮ পৃষ্ঠার আবেদনে তারা ১৪টি যুক্তি দেখিয়ে তারা মীর কাসেমকে ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি চেয়ে রিভিউ আবেদনটি দাখিল করেছেন।
এর আগে গত ৬ জুন মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ওইদিন সকালে বিচারপতিদের স্বাক্ষর শেষে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
গত ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ট্রাইব্যুনালে দেওয়া মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। তবে ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ একটি অভিযোগে এই দণ্ড বহাল রাখেন।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব