একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ ৮ জনের বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
উভয়পক্ষের শুনানি শেষে রবিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।
এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন গাজী তামিম।
মামলার ৮ আসামি হলেন অ্যাডভোকেট শামসুল হক, এস এম ইউসুফ আলী, মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম। এদের মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী কারাগারে আছেন। বাকি সবাই পলাতক।
গত বছরের ২৯ এপ্রিল এই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর গত ২২ জুলাই পলাতক জামালপুরের ছয় রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর আটক-পলাতক ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ। এরপর
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৬/মাহবুব