স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যদি দেশের নিরাপত্তা সঠিকভাবে দিতে না পারি তাহলে দেশের সব উন্নয়নই থমকে যাবে। আমরা যদি ব্যবসায়ীদের শিল্প-কারখানার নিরাপত্তা দিতে না পারি, হাইওয়ের নিরাপত্তা দিতে না পারি, জনগণ যদি শান্তিতে ঘুমাতে না পারে- তাহলে আমাদের সব উন্নয়ন ব্যহত হবে। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থ বরাদ্দের কথা তুল ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আওতাধীন প্রতিষ্ঠান সমূহের চলমান ৪৬টি প্রকল্প যথাসময়ে সম্পন্ন করার জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন। কারণ আমাদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের থানাও বাড়ছে। পাশাপাশি রাস্তাঘাটে পুলিশের দায়িত্বও বাড়ছে। সেই কারণে বাজেটে আমাদের জন্য বরাদ্দ আরও বেশি প্রয়োজন আছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ