প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে এক মাসের মধ্যে আমরা আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন করবো। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দেশ স্বাধীনের আগের প্রেক্ষাপট টেনে মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে ২৪ বছরে একটা প্রাইমারি স্কুলও সরকারি হয়নি। আজ যে মাদ্রাসা শিক্ষা, ধর্মের কথা বলি সেই মাদ্রাসাও ছিল অবহেলিত। আমি দেখিনি পাকিস্তানের ২৪ বছরে একটি মাদ্রাসাতে কোন টাকা দিয়েছে পাকিস্তান সরকার। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক সাথে ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করলেন। এরপর দীর্ঘদিন কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়নি। বঙ্গবন্ধুকন্যা ফের ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ