দেশের ৮টি পৌরসভায় সাধারণ নির্বাচন ও একটি পৌরসভায় উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৮টায়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত বিজিবি-র্যাব মোতায়েন করা হয়েছে।
পৌরসভাগুলো হলো- রাজশাহী বিভাগে বগুড়ার সোনাতলা, পাবনার বেড়া, রংপুর বিভাগে দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমরা, রংপুরের পীরগঞ্জ, বরিশাল বিভাগের পটুয়াখালীর গলাচিপা, খুলনা বিভাগে নড়াইলের লোহাগড়া, এবং ঢাকা বিভাগে টাঙ্গাইলের ঘাটাইল। এছাড়া ঢাকা বিভাগের জেলা শরীয়তপুরের নাড়িয়াতে মেয়র পদে উপনির্বাচন হবে।
ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নয়টি পৌরসভায় মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল ১৮ জন প্রার্থী দিয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নয়জন, বিএনপি সাতজন, জাতীয় পার্টি একজন ও সাম্যবাদী দল একজন প্রার্থী দিয়েছে। এ ছাড়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, নির্বাচনে ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি ভোটার এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের ৩৬টি টিম নিয়োজিত করেছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব