সদ্য ঘোষিত বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটিতে ঠাঁই পেয়েছেন বরিশাল বিভাগের ৩৩ নেতা। বিগত কমিটির ২৮ জনসহ নতুন ৫ জন নবগঠিত কমিটিতে ঠাঁই পেলেও সেখানে স্থান পাননি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামাল। সাবেক কমিটিতে মৎস্য বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া নতুন কমিটিতে ঠাঁই পাননি বিগত কমিটির সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন।
শনিবার ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে মৎস্য বিষয়ক সম্পাদক হয়েছেন লুৎফর রহমান কাজল। কমিটি ঘোষণার আগে অনুসারীদের মধ্যে গুঞ্জন ছিল আহসান হাবিব কামাল চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হতে পারেন। কিন্ত ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে কোন পদেই রাখা হয়নি কামালকে। ২০১৩ সালে মেয়র পদে দলীয় মনোনয়নের বিনিময়ে বরিশাল দক্ষিণ জেলার সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। শনিবার ঘোষিত কেন্দ্রীয় কমিটির কোথাও ঠাঁই না হওয়ায় এখন পদ-পদবীবিহীন নেতায় পরিণত হয়েছেন মেয়র কামাল।
বিএনপি'র নির্ভযোগ্য সূত্র জানায়, বিগত আন্দোলনের সময় মেয়র কামাল নিজে গাঁ বাঁচিয়ে চলেছেন। একদিনের জন্যও আন্দোলনের মাঠে নামেননি তিনি। এমনকি ওই সময়ে বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশ কাটিয়ে চলার অভিযোগ ছিল বিএনপি’র মনোনয়নে নির্বাচিত মেয়র কামালের বিরুদ্ধে। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনগুলোতে বিএনপি দলীয় মেয়ররা বরখাস্ত হলেও সরকারি দলের সঙ্গে আতাত করে পদ টিকিয়ে রাখার অভিযোগ রয়েছে বিসিসি মেয়র কামালের বিরুদ্ধে। বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীসহ দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারনে অনেক আগেই দলের মধ্যে বিতর্কিত হন তিনি। এসব কারনে বিএনপি'র বোঝায় পরিণত হয়েছেন তিনি। সব কিছু বিবেচনা করেই কামালকে নতুন নির্বাহী কমিটিতে রাখা হয়নি বলে মনে করছেন বিএনপি'র দায়িত্বশীল নেতারা।
অপরদিকে সদ্য সাবেক কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন দীর্ঘদিন ধরে আমেরিকায় প্রবাস জীবন কাটানোয় তাকেও নতুন কমিটিতে রাখা হয়নি বলে জানিয়েছে বিএনপি'র দায়িত্বশীল সূত্র।
এদিকে আগের কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদোন্নতি পেয়ে মজিবর রহমান সরোয়ার ও যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন আগেই। আগের কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সাংগঠনিক সস্পাদক এবং বরিশাল উত্তর জেলার সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল হক নান্নু সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় কাউন্সিলের কিছু দিনের মধ্যেই।
শনিবার ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পাওয়া দক্ষিণাঞ্চলের ছয় নেতা হলেন বরিশালের বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঝালকাঠীর ব্যারিস্টার ক্যাপ্টেন (অব.) শাহাজাহান ওমর বীর উত্তম, ভোলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, পটুয়াখালীর এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বরগুনার অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সম্পাদক পদ পাওয়া বরিশাল বিভাগের তিন নেতা হলেন, বরিশালের অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার (আন্তর্জাতিক বিষয়ক), পটুয়াখালীর এবিএম মোশারফ হোসেন (প্রশিক্ষণ বিষয়ক) এবং ভোলার মনির হোসেন পেয়েছেন সহ-দপ্তর সম্পাদক।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নতুন সদস্য হয়েছেন পটুয়াখালীর ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, নেছারুল হক, হাসান মামুন, ভোলার নুরুল ইসলাম নয়ন ও পিরোজপুরের এলিজা জামান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ