লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন এসআই ফারুকসহ চার পুলিশ সদস্য।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন এসব তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৯ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন