টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো ফয়লস কারখানায় বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকার ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় এ নিয়ে ৩৫ জনের মৃত্যু হলো।
মৃত হোসেন আহমেদ রাসেল (২৬) সিলেটের গোলাপগঞ্জের গাগুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে রাসেলের মৃত্যু হয়। রাতে তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কোরবানীর ঈদের আগে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
ট্যাম্পাকো দুর্ঘটনায় কারখানার মালিক সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দু'টি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ