ঈদুল আজহার আগে ও পরে মিলিয়ে গত ১২ দিনে ঈদযাত্রায় সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে ২১১টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৬৫ জন নিহতের পাশাপাশি আরও এক হাজার ১৫৩ জন আহত হয়েছেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলক হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আড়াই শতাধিক নিহতের মধ্যে কেবল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৮ জন। এছাড়া এক হাজার ১৫৩ জনের মধ্যে সড়কে আহত হয়েছেন ১ হাজার ৫৬ জন।
গত ৭ সেপ্টেম্বর ঈদযাত্রা শুরুর দিন থেকে ঈদ শেষে বাড়ি থেকে ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরার দিন বিগত ১২ দিনের হতাহতের চিত্র এটি।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব