বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক শেখ ফজলে ফাহিম বর্তমানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এফবিসিসিআই সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গমন করায় ফজলে ফাহিম গত সোমবার থেকে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফজলে ফাহিম সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এসসিসিআই) কার্যনির্বাহী সদস্য। তিনি এফবিসিসিআইয়ের ২০১৫-২০১৭ মেয়াদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম