প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় দেশব্যাপী আনন্দ র্যালি করবে ছাত্রলীগ।
বুধবার ছাত্রলীগের দফতর সম্পাদক দোলোয়ার হোসেন শাহাজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এই সাফল্যে আমরা ছাত্রলীগ পরিবার আনন্দিত। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ছাত্রলীগ দেশব্যাপী আনন্দ র্যালি বের করবে।
ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, থানা, পৌর শাখাকে যথা সময়ে আনন্দ র্যালি বের করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম