সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূরপাল্লার বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
বুধবার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইলে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে আজ সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বাস না পেয়ে টার্মিনালে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের কারণে শুক্রবার তাদের পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সড়কে বাস ও শ্রমিকরা নিরাপত্তাহীন হয়ে পড়ায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে দাবি করছেন পরিবহন নেতারা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তেরা মিয়া জানান, গত বুধবার হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর বাসটি যখন পুলিশ রেকার লাগিয়ে থানায় নিয়ে আসার উদ্যোগ নেয় তখন কতিপয় ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এছাড়া কয়েকটি বাস ভাঙচুর ও চালক-শ্রমিকদের মারধরও করে তারা। ফলে চালক-শ্রমিকরা নিরাপত্তাহীন হয়ে পড়ায় তারা ধর্মঘটের ডাক দিয়েছেন বলে দাবি করেছেন তেরা মিয়া।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম