পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটাস এয়ারলাইনস ইকে ৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করতে যান খালেদা জিয়া। হজ পালন শেষে সর্বশেষ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় সৌদি বিএনপির নেতাকর্মীসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ও খালেদা জিয়ার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম