সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রোকন বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে খুলনার কয়রা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কয়রা উপজেলার লঞ্চঘাট সংলগ্ন শাকবাড়িয়া নদীর কাছে সুন্দরবনের ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- খুলনার খানজাহান আলী থানার জাবিরপুর গ্রামের বাদশা খাঁন (২২) ও ৬নং কয়রা গ্রামের ভবোসিন্ধু মন্ডল (৫০)।
কয়রা থানার অফিসার ইনচার্জ শেখ শমসের আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, একটি টুটুবো’র রাইফেল ও চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ