দুই মাস বন্ধ থাকার পর সোমবার বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় খুলছে। আগামীকাল থেকে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সকল অফিস খোলা থাকবে এবং সব কার্যক্রম ও পরিষেবা আবারও চালু হবে বলে রবিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।
বিবিধ সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সকলকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের পর গত ২৭ জুলাই ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় সাময়িক বন্ধ রাখার ষোষণা দেয়। যা, প্রায় দু'মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে আবারও সব কার্যক্রম ও পরিসেবা চালু হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব