টঙ্গীতে টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯-এ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই দুই মরদেহ উদ্ধার করা হয়।
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ওই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানা ভবনটি ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
এ হতাহতের ঘটনায় কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও কারখানা মেরামতের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যবস্থা থাকার কথাও বলা হয়েছে নির্দেশনায়।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা