আজ সোমবার সকাল থেকে সল্প পরিসরে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিস কার্যক্রম শুরু করেছে। গত দুই মাস বন্ধ থাকার পর আজ সকাল থেকে নিয়মিত কার্যক্রম চলছে ঢাকার ফুলার রোড, চট্টগ্রাম, সিলেট এবং উত্তরার টিচিং সেন্টারে।
তবে সাময়িকভাবে গুলশান ও ধানমন্ডির টিচিং সেন্টারগুলো এখনো বন্ধ রয়েছে বলে জানান ব্রিটিশ কাউন্সিল ঢাকার প্রধান অফিসের একজন কাস্টমার সার্ভিস অফিসার।
গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলা এবং কল্যাণপুরের জঙ্গি আস্তানায় ৯ জঙ্গি নিহতের ঘটনার পর ২৭ জুলাই ‘নিরাপত্তাজনিত’ কারণে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অফিসগুলো।
বিডি-প্রতিদিন/এ মজুমদার