চাকরির প্রলোভনে জিম্মি হওয়া ১৩০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এএসপি শাহাবুদ্দিন জানান, চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রার্থীদের মিরপুর-১০ নম্বরের এসএ পরিবহনের গলিতে আমিনা প্লাজায় এনে জিম্মি করতো এই চক্রের সদস্যরা। পরে তাদের কাছ থেকে ৩০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিতো।
এছাড়া এই চক্রটি মানবপাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও কেউ কেউ দাবি করেছেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম