জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮১.১৯ শতাংশ শিক্ষার্থী।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে অথবা যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে (nuhp4Roll) লিখে 16222 নম্বরে Send করে ফলাফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, এ পরীক্ষায় ২৮টি বিষয়ে সারাদেশে ৩১৮টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থী মোট ১৫৩টি কেন্দ্রে পরীক্ষা অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯ হাজার ৫৭০ জন।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব