হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনের বগি দুটি লাইনচ্যুত হয়।
বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ, জয়েন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের মাস্টার মোয়াজ্জুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। শিগগিরই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম