উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আগত নেতাকর্মী, অতিথি, সমর্থকদের সেলফি না তুলতে অনুরোধ জানানো হয়েছে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল ১০টায় দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনে অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। ফলে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে সম্মেলন স্থলে আগত নেতাকর্মীরা সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন। এতে শৃঙ্খলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে। এজন্য সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের লক্ষ্য করে মাইকে বারবার মোবাইল ফোনে সেলফি তোলা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।
‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই স্লোগানকে ধারণ করে আজ শুরু হচ্ছে নেতাকর্মীদের সেই কাঙ্ক্ষিত সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এবারের সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে দ্বিতীয় দিন রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওই অধিবেশনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে।
বিডি প্রতিদিন/ ২২ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম