আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা ২০ মিনিটে তিনি মঞ্চে বক্তব্য শুরু করেন।
সম্মেলনে আগত সকল নেতাকর্মী, কাউন্সিলর, শুভানুধ্যায়ী, ডেলিগেটদের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শুরু করেন। এরপরই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন '৭৫ সালের ১৫ আগস্ট প্রতিক্রিয়াশীল শক্তির আঘাতে শহীদ হওয়া বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, মুক্তিযুদ্ধে সকল শহীদদের। এ সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ