কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি চাই, আমি বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব। এ সময় মিলনায়তনে উপস্থিত কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে 'না, না’ বলে ওঠেন। তখন তিনি বলেন, আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কত, নতুন নেতৃত্ব আনতে হবে।
রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে আজ সকাল ৯টা ৩৮ মিনিটে সম্মেলন স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
নতুন নেতৃত্ব নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্যরা হলেন: দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য রাশেদুল আলম।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ