বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, বাংলাদেশে উৎপাদিত সোনালী আঁশ পাটের রপ্তানি দিন দিন কমছে। জাতীয় সংসদে রবিবার প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, পাঁচ বছর আগে ২০১১-১২ অর্থবছরে বহির্বিশ্বে পাটের রপ্তানি ছিল ২২ দশমিক ৮৫ লাখ বেল। ২০১২-১৩ অর্থবছরে ২০ দশমিক ৫৫ লাখ বেল, ২০১৩-১৪ অর্থবছরে ৯ দশমিক ৮৪ লাখ বেল, ২০১৪-১৫ অর্থবছরে ১০ দশমিক ০৮ লাখ বেল, ২০১৫-১৬ অর্থবছরে ১৩ দশমিক ০৮ লাখ বেল এবং চলতি অর্থবছরে (সেপ্টেম্বর পর্যন্ত) রপ্তানি হয়েছে মাত্র ২ দশমিক ১৪ লাখ বেল।
সরকারি দলের সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাষ্ট্রায়ত্ব ৮৬টি বস্ত্র মিলের মধ্যে বেসরকারিকরণ ও বিরাষ্ট্রীয়করণ নীতির আওতায় ইতোমধ্যে ৬৮টি উল্লেখযোগ্য মিল বেসরকারি মালিকদের নিকট হস্তান্তর ও বিক্রি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ