বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল মঙ্গবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য জানান।
জোট সূত্রে জানা গেছে, ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই এ বৈঠক ডাকা হয়েছে। তবে আলোচনায় প্রাধান্য পাবে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনও।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব