সন্ত্রাস বিরোধী প্রক্রিয়া আরও জোরদার করা ছাড়াও সীমান্ত পেরিয়ে গবাদি পশু, মাদক ও অস্ত্র পাচার রোধ, অনুপ্রবেশসহ একাধিক সমস্যা সমাধানে একমত হয়েছে ভারত-বাংলাদেশ।
সোমবার নয়াদিল্লতে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
দুই দিনব্যাপী এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রসচিব মোজ্জামেল হক খান, অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রসচিব রাজীব মেহরিষি।
ভারতীয় উপমহাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর তৎপরতা বৃদ্ধি, সাম্প্রতিক কালে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যে জেহাদী সংগঠনের উপস্থিতি এবং তা দমন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়। দুই দেশের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, নিরাপত্তা সম্পর্কিত সমস্যা, সীমান্ত বরাবর অবৈধ কার্যকলাপ বন্ধ করা, সীমান্ত ব্যবস্থাপনাসহ একধিক বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।