মেহেরপুর জেলার গাংনী উপজেলার পুরাতন মটমুরা গ্রামের সতীর ইটভাটার পাশে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধ’র ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন