প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সদ্যপ্রয়াত মাহবুবুল হক শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার (০৯ ডিসেম্বর) বাদ জুমা ময়মনসিংহের বাঘমারায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
মরহুমের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা এ কুলখানিতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় মাহবুবুল হক শাকিলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরে বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নগরীর ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ