ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাহেন্দ্রর (স্থানীয়ভাবে মাহেন্দ্র নামে পরিচিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌণে ৯ টার দিকে উপজেলার গাছাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন মাহেন্দ্রর যাত্রী মদিনা (৪০) ফখরুদ্দিন (৩৮) ও একজন অজ্ঞাত। আহত দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন।
তারাকান্দা থানার ওসি মাজারুল হক জানান, সকাল পোনে ৮টার দিকে ময়মনসিংহগামী মাহেন্দ্রর সাথে নেত্রকোণাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মাহেন্দ্রর যাত্রী নিহত হন। আহত হয় দুই জন।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম/ফারজানা